শহর কলকাতায় বাধ্যতামূলক বাংলা নামফলক, পুর-অধিবেশনে প্রশ্নোত্তরও

জাহানারা খাতুন

বাংলাভাষীদের ভিনরাজ্যে হেনস্থার অভিযোগ সামনে আসছে রোজ। এ নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, রাস্তায় নেমে ২৭ জুলাই ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভাষা আন্দোলনের দিকে আরও একধাপ এগোল রাজ্যের শাসকদল পরিচালিত কলকাতা পুরনিগম। জারি হল নয়া নির্দেশ। শুক্রবার পুরনিগমের চেয়ারপার্সন মালা রায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ইংরাজি বা হিন্দি নয়, পুরনিগমের সমস্ত কার্যপ্রক্রিয়া হবে শুধুমাত্র বাংলা ভাষায়। জানা যাচ্ছে, শুক্রবার পুর অধিবেশন চলাকালীন তৃণমূলের এক কাউন্সিলর ইংরাজিতে প্রশ্ন তোলেন। তাঁকে থামিয়ে চেয়ারপার্সন মালা রায় জানান, ইংরাজিতে প্রশ্ন চলবে না। পুরনিগমে এখন থেকে সমস্ত কাজ বাংলায় হবে। চেয়ারপার্সন মালা রায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন, পুরনিগমের অধিবেশন বা কোনও কার্যবিবরণী সভায় ইংরেজি কিংবা হিন্দিতে প্রশ্ন করা যাবে না। কোনও কাউন্সিলর হিন্দি কিংবা ইংরেজিতে কোনও প্রশ্ন করতে পারবেন না। বাংলা ভাষাকে অগ্রাধিকার এবং গুরুত্ব দিতে এই নির্দেশ বলে জানা গিয়েছে।

ফাইল ছবি 

অন্যদিকে, শহর কলকাতায় ব্যবসা প্রতিষ্ঠানের নামফলক-এর মধ্যে বাংলা থাকতে হবে। এটা বাধ্যতামূলক। পুরনিগমের নিজাম বিল্ডিংয়ের এক তলায় একট বুবিপণী চালু হয়েছে তাতে অসমিয়া ভাষা ব্যবহার করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতেই নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট বিপণী কর্তৃপক্ষের কাছে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। 

Post a Comment

0 Comments