ভাতা নিয়ে প্রতিশ্রুতি রক্ষা করুন মমতা, দাবি ইমাম সংগঠনের

বেঙ্গল মিরর ডেস্ক: ভাতা বৃদ্ধ নিয়ে নিজের প্রতিশ্রুতি রক্ষা করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই চাইছেন ইমাম ও মুয়াজ্জিনরা। শুধ তাই নয়, আগামীতে আন্দোলন হবে বলেও ঘোষণা করেছেন ইমাম-মুয়াজ্জিনরা। এমনিতে আযান দেওয়া বা শুধু নামায পড়ানোর কাজই করেন না, ইমাম-মুয়াজ্জিনরা সরকারের নানান প্রকল্পের প্রচার, জনসচেতনতা তৈরির কাজ করেন। তাছাড়া, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় জানিয়েছিলেন যে ভাতা বৃদ্ধি করা হবে। সেই মতো ভাতা বৃদ্ধির দাবি তুলল অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাষ্ট-এর রাজ্য কমিটি। ২২ জুলাই, মঙ্গলবার সংগঠনের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ আলোচনাসভা হয়। সেইসভায় নানা বিষয়ে আলোচনা করেন সদস্য ও কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান সাব্বির আলি ওয়ার্সি, সভাপতি মাওলানা জিয়াউল হক লস্কর, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস, সহ-সম্পাদক সেখ আয়ুব আলি, মুস্তাক আহমেদ, কারী সফিউর রহমান। 

ছবি সংগ্রহ 

জানা গিয়েছে, মঙ্গলবার সংগঠনের রেজিস্টার্ড অফিস আইডিয়াল টাওয়ার, খিদিরপুরে সভা হয়। সেই সভায় ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি, অনলাইন পরিষেবা, ভাতাকেন্দ্রিক সমস্যার সমাধান, রাজ্য কর্মী সম্মেলন, নতুন পত্রিকা প্রকাশ বিষয়ে আলোচনা হয়। সংগঠনের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস বলেন, ২০২৩ সালের ২১ আগস্ট নেতাজি ইন্ডোরের সভায় ছয় মাসের মধ্যে ভাতা বৃদ্ধির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কার্যকরী করার দাবি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে আমরা ইমামদের জন্য মাসে ৫ হাজার টাকা ও মুয়াজ্জিনদের ৩ হাজার টাকা দেওয়ার দাবি তুলেছি। ইমাম-মুয়াজ্জিনদের সন্তানদের ভালো স্কুলে পঠনপাঠনের বন্দোবস্ত করতে হবে বলেও দাবি করা হয়। আগামী ৩১ আগস্ট দিঘায় কর্মিসভা হবে আর ২৫ নভেম্বর সমাবেশ করবে সংগঠন।

Post a Comment

0 Comments