এসএসসি নিয়ে আপত্তি খারিজ, বহাল থাকল রাজ্যের সিদ্ধান্ত

বেঙ্গল মিরর ডেস্ক: এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার মামলাকারীদের আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস। জানা গিয়েছে, গত ১৪ জুলাই স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শেষবার শুনানি হয়। সেদিন শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। বুধবার মামলাকারীদের আর্জি খারিজ করে দিল কোর্ট। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মামলকারীরা।

প্রতীকী ছবি 

এই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের ব্যাখ্যা ছিল, সুপ্রিম কোর্ট পুরনো নিয়োগ বাতিল করলেও, ২০১৬ সালের নিয়মেই ফের নিয়োগ করতে হবে এমন নির্দেশ দেয়নি। শুধু বলেছে শূন্যপদ পূরণ করতে হবে। সেই নির্দেশ মেনেই এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। তবে মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাফ বক্তব্য ছিল, আগের নিয়োগ দুর্নীতির জন্য বাতিল হয়েছে। সেই শূন্যপদে নিয়োগ করতেই হবে। নতুন নিয়ম করে এসএসসি যোগ্যতার মান বদল করেছে, যা বেআইনি।

এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেছিলেন, এসএসসি-র নিয়োগে কোন নিয়ম কার্যকর হবে, সেটা কমিশনের এক্তিয়ার। কেউ ২০১৯ সালের নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করেননি। তবু সেটা মেনেই নিয়োগ বাতিল হয়েছে। যোগ্যতা থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে অসুবিধা হওয়ার কথা নয়। তবে বুধবার দেখা গেল, কলকাতা হাইকোর্ট এসএসসি বা রাজ্যকেই স্বস্তি দিল।

Post a Comment

0 Comments