বিশেষ প্রতিবেদক, বেঙ্গল মিরর: চা বাগানের শ্রমিকদের নানান সমস্যা রয়েছে। এগুলি সমাধানের দাবিতে বিশেষ কর্মসূচি পালন করল কংগ্রেস। বুধবার আলিপুরদুয়ার জেলা কংগ্রেস উদ্যোগে জেলার অন্তর্গত প্রতিটি চা বাগানের শ্রমিকদের সমস্তরকমের সমস্যা জানতে "বাগান চলো" কর্মসূচি হয়। আজ অষ্টম দিনে কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত কোহিনূর, রায়ডাক, ধওলাঝোড়া, ময়নাবাড়ী, তুরতুরি চা বাগানের শ্রমিকদের সাথে কথা বলে একাধিক সমস্যার কথা জানা গেল বলে জানিয়েছে কংগ্রেস।
![]() |
ছবি নিজস্ব |
এক বিবৃতিতে বলা হয়েছে, জেলার সমস্ত চা বাগান শ্রমিকদের সাথে কথা বলে তাদের সমস্ত সমস্যাগুলি একত্রিত করে ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধির হাতে তুলে দেওয়া হবে। আজকের অষ্টম দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কমিটির সভাপতি শান্তনু দেবনাথ, আলিপুরদুয়ার জেলা যুব কংগ্রেস কমিটির সভানেত্রী সানিয়া বর্ধন পাল, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অজিত ঘোষ, কংগ্রেস নেতা প্রসেনজিত কুমার রায়, প্রদেশ যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শুভঙ্কর সাহা, জেলা যুব INTUC-র সভাপতি আনন্দ শীল, যুব নেতা তায়ন সাহা, জেলা কংগ্রেস মানবাধিকার শাখার চেয়ারম্যান কাঞ্চন রায়, জেলা কংগ্রেস সেবাদলের সি.ও. অনন্ত দাস,জেলা যুব কংগ্রেস কমিটির সহ-সভাপতি তন্ময় ভৌমিক, কুমারগ্রাম ব্লকের কংগ্রেস নেতা অভিজিৎ বসাক, ব্লক কংগ্রেস নেতা সুসীল বিশ্বাস, ব্লক মহিলা নেত্রী সুজানা বারা, জেলা যুব কংগ্রেসের সম্পাদক অমিত খারিয়া, ব্লক যুব কংগ্রেসের নেত্রী মনিকা মনিকা মিঞ্জ, টিনা বরা, জুলি খরিয়া, আদিবাসী নেতা মুনিরাম প্রমুখ।
0 Comments