বিশেষ প্রতিবেদন: রবিবার উর্দু অ্যাকাডেমি সভাঘরে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল খান সেন কুনওয়ার-এর ফিকশন বই ‘সুলাঘ্তে লামহো কা র্কুব’। ‘আনজুমান পাসবান-এ-আদাব’ এবং ‘বাজাম-এ শাকেরি’র যৌথ উদ্যোগে বইটি প্রকাশিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে ছিলেন সাংসদ ও উর্দু অ্যাকাডেমির ভাইস-চেয়ারম্যান নাদিমুল হক, সভাপতি অধ্যাপক দাবির আহমেদ, লেখক খান সেন কুনওয়ার, আজমির আজিমাবাদি, প্রফেসর আবু বাকর জিলানি, হাকিম সাবির, ড. ওয়াহিদুল হক, মুমতাজ আনোয়ার, মুস্তাফা আকবর, আশরাফ জাফরি প্রমুখ।
![]() |
বইপ্রকাশ অনুষ্ঠানে বিশিষ্টরা। ছবি- আসিফ রেজা আনসারী। |
অনুষ্ঠানে লেখক জানান, এটি তাঁর দ্বিতীয় বই। তিনি সমাজের ঘটমান বিষয়কে সাহিত্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। অন্যদিকে বক্তারা বলেন, বইটিতে ফিলিস্তিনের ঘটনাও উঠে এসেছে। লেখায় সমাজের বাস্তবচিত্র ফুটে উঠেছে বলেই উল্লেখ করেন বক্তারা।
0 Comments