ভিনরাজ্যে বাঙালিদের উপর নির্যাতন নিয়ে সরব বাংলা একতা মঞ্চ

বেঙ্গল মিরর ডেস্ক: বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন চলছে এবং অনেককে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনায় সরব হল ‘বাংলা একতা মঞ্চ’। বৃহস্পতিবার বিকালে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিভিন্ন রাজ্য সরকারের পদক্ষেপ নিয়ে সরব হন সংগঠনের কর্মকর্তারা। এ দিন সাংবাদিক সম্মেলন ছিলেন সমাজকর্মী ও প্রকাশক মারুফ হোসেন, আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, সমাজকর্মী তন্ময় ঘোষ, সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক নুরুল আমিন প্রমুখ।

ছবি তুলেছেন রেখা পাত্র 

অনির্বাণ ব্যানার্জি অভিযোগ করেন, ২০১৪ সালের পর থেকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মদদে বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন চলছে। শুধু বাংলা ভাষায় কথা বলার জন্যই আক্রমণ নেমে আসছে। ধর্মে মুসলিম হওয়ার জন্য এই আক্রমণ হচ্ছে বলেও অভিযোগ করেন অনির্বাণবাবু। তিনি আরও বলেন, বাঙালি হিন্দুরাও বাদ যাচ্ছে না। সুরাত-দিল্লিতে বাঙালি হিন্দুর সঙ্গেও ঘটে যাওয়া বেশ কিছু নির্যাতনের উদাহরণ দেন তিনি। আর তন্ময় ঘোষ বলেন, যে বাংলায় বহু মনীষীর জন্ম হয়েছে, যে ভাষা জাতীয় সংগীত দিয়েছে দেশকে, সেই ভাষাতে কথা বলার জন্যই আক্রমণ নেমে আসছে! জোর করে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়ার ঘটনা নিয়েও তিনি সরব হন। তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, আমাদের রাজ্যের প্রায় ২১ লাখ মানুষ ভিন রাজ্যে কাজ করেন কিন্তু অন্য রাজ্য থেকে এখানে প্রায় দু’কোটি মানুষ এসে কাজ করছেন। বাঙালির শিক্ষা, সংস্কৃতি এবং রুচি অন্যদের আপন করে নিয়েছে। তাহলে অন্য রাজ্যে কেন অত্যাচার হবে? প্রশ্ন তোলেন তন্ময় ঘোষ। 

বেঙ্গল ফাইলস এবং কেশরী-টু নিয়েও তিনি সরব হন। তিনি বলেন, বাংলার ইতিহাস এবং সংস্কৃতিকে বদলে দেওয়ার জন্য নানা-রকম মিথ্যা ইতিহাস রচনার প্রচেষ্টা চলছে।অন্যরাও একই বিষয়ে বক্তব্য রাখেন।

Post a Comment

0 Comments