নজরুলচর্চাকেন্দ্র, বারাসত-এর কবি-স্মরণ ও গুণীজন সংবর্ধনা

আসিফ রেজা আনসারী

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মদিন উপলক্ষে শহর কলকাতায় দিনভর ছিল নানান অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে বাংলা আকাদেমি চত্বরে একদিকে যেমন ছিল বিশেষ অনুষ্ঠান অন্যদিকে নিউ টাউনে অবস্থিত নজরুলতীর্থেও ছিল একটি বিশেষ অনুষ্ঠান। এছাড়াও কলকাতা পুরনিগম ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের কবির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে নজরুল ইসলামকে স্মরণ করা হয়। কাজী নজরুল ইসলামের পদধূলিধন্য পূর্বতন বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিস বর্তমানে যা নজরুল পাঠাগার নামে খ্যাত, সেই ৪৭/১ সূর্যসেন স্ট্রিটেও ছিল কবিস্মরণ। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস অফিস, সিপিআইএম-সহ বাম দলগুলির বিভিন্ন কার্যালয়ে কবিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়। 

এ দিকে নজরুলচর্চাকেন্দ্র, বারাসত-এর তরফেও ছিল বিশেষ সংস্কৃতিক অনুষ্ঠান। এই দিনেই এই সংগঠনের পথচলা শুরু হয়েছিল। তাই নজরুলজয়ন্তী ও সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয় কলকাতার রামমোহন লাইব্রেরি অডিটোরিয়ামে।

এমদাদুল হক নূরকে সম্মাননা-স্মারক তুলে দেওয়া হচ্ছে। ছবি- মেহেদী হাসান 

অনুষ্ঠানের শুরুতে সমবেত উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ফাল্গুনী মিত্র ও তাঁর সম্প্রদায়। স্বাগত সম্ভাষণ দেন ড. শেখ কামাল উদ্দীন। উদ্বোধক ছিলেন ড. আশীষ দাস, ডিরেক্টর, সি.ডি.ও.ই, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া দফতরের উপসচিব দিলীপ কুমার বিশ্বাস। অতিথি শিশু সাহিত্যিক আব্দুল করিম চৌধুরী, রাজস্থানী ভাষায় নজরুলগীতির অনুবাদক মনোজ ভ্যাস, মধ্যমগ্রাম বইমেলার সভাপতি অজয় পাল, নজরুল সম্মাননা পান নতুন গতির সম্পাদক এমদাদুল হক নূর, ই-সাহিত্য পত্রিকা ঝিঙে ফুল-এর সম্পাদক সাহাবুল ইসলাম।


Post a Comment

0 Comments