উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে পাকিস্তান, কড়া জবাব ভারতের

বিশেষ প্রতিবেদক, কলকাতা: ০৭ মে, ২০২৫ তারিখে অপারেশন সিঁদুর নিয়ে প্রেস বিবৃতিতে ভারত বলেছে, পাকিস্তানকে জবাব ছিল নির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনা প্রশমনকারী। বিশেষভাবে এটা বলা হয়েছে যে, পাকিস্তানী সেনা ছাউনি লক্ষ্য করে কোনও আঘাত হানা হয়নি। বিবৃতিতে এও বলা হয়েছে যে, ভারতে কোনও রকম সেনা আক্রমণ হলে, তার যোগ্য জবাব দেওয়া হবে।  তারপরও ৭ ও ৮ মে’র মধ্যরাতে পাকিস্তানী সেনা ভারতের উত্তর-পশ্চিম এলাকার অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, ভাতিন্দা, আদমপুর, চন্ডীগড়, নাল, ফালোদি, উত্তর লাই এবং ভূজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এয়ার ডিফেন্স ব্যবস্থাপনা এবং ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড ব্যবহার করে সেগুলি প্রতিরোধ করা হয়েছে। এই হামলাগুলির বিভিন্ন ধ্বংস স্তুপ নানা জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে, যা পাকিস্তানের আক্রমণের প্রমাণ দিচ্ছে বলে বিবৃতি দিয়েছে ভারত সরকার।

জানা গিয়েছে, এ দিন ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিভিন্ন স্থানে এয়ার ডিফেন্স র্যা ডার ও ব্যবস্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ভারত পাকিস্তানের মতো একইভাবে একই মাত্রায় জবাব দিয়েছে। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, লাহোরে একটি এয়ার ডিফেন্স ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় বিনা প্ররোচনায় গোলাগুলি চালানোর মাত্রা বাড়িয়েছে। জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া, বারামুল্লা, উরি, পুঞ্চ, মেন্ধর এবং রাজৌরি শাখায় মর্টার ও শেল বর্ষণ করা হচ্ছে।

প্রতীকী ছবি

পাকিস্তানের গোলাগুলিতে তিনজন মহিলা ও পাচঁ জন শিশু সহ ১৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। ভারতও পাকিস্তানকে জবাব দিতে মর্টার ও শেল বর্ষণ করতে বাধ্য হয়েছে। ভারতীয় সেনাবাহিনী উত্তেজনা প্রশমন না করতে নিজের প্রতিশ্রুতিবদ্ধতার কথা জানিয়েছে। তবে, অবশ্যই যদি পাক সেনাবাহিনীও এই চিন্তাভাবনা অনুযায়ী কাজ করে, তা হলেই তা মানা হবে।

Post a Comment

0 Comments