জাহানারা খাতুন
বিকাশ ভবনে বৃহস্পতিবার শিক্ষকদের মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করল এসডিপিআই। দলের রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে ২৫,৭৩৫ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, এসএসসি-কে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ করতে হবে। আমরা ন্যায়ালয়ের রায়কে শ্রদ্ধা জানাই, তবে শুধু অযোগ্যদের বাদ না দিয়ে যে ভাবে যোগ্য অযোগ্য সবারই চাকরি বাতিল করেছে তা অত্যন্ত দুঃখজনক। গতকাল চাকরিহারা শিক্ষকদের আন্দোলন চলাকালীন বিকাশ ভবনের কর্মীরা আটকে পড়েন। তাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় এবং শেষপর্যন্ত লাঠিচার্জের ঘটনা ঘটে। এসডিপিআই মনে করে, এই সংঘাতের জন্য প্রশাসনের অপারদর্শিতা এবং রাজনৈতিক হস্তক্ষেপই মূলত দায়ী।
![]() |
প্রতীকী ছবি |
অন্যদিকে সিপিআইএমএল লিবারেশন ন্যায়বিচারের দাবিতে শিক্ষকদের লড়াইকে পূর্ণ সমর্থন ও অভিনন্দন জানিয়েছে। রাজ্যজুড়ে পুলিশের ভূমিকা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ধিক্কার দিবস পালন করে। শুক্রবার শিক্ষকদের কনভেনশনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ড. বিনায়ক সেন,মিরাতুন নাহারের মতো বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে শিক্ষকদের সাথে বসে অচলাবস্থা ও অনিশ্চয়তার অবসান করতে হবে বলেও দাবি করেছে লিবারেশন।
0 Comments