ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন, প্রতিবাদে কলকাতায় মিছিল

জাহানারা খাতুন

বাঙালি মানেই বাংলাদেশি। গুজরাত, ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক ও শ্রমজীবী মুসলমান নাগরিকদের দেখে এমনই প্রচার করা হচ্ছে। শুধু তাই নয়, ‘বাংলাদেশি' বলে দাগিয়ে দিয়ে চলছে নিপীড়ন। সরকার নীরব থাকছে। এমনই অভিযোগ তুলে পদক্ষেপ দাবি করল একাধিক  নাগরিক সংগঠন। শনিবার বিকালে কলকাতা শহর দেখল মিছিলও। 

এ দিন মিছিল থেকে বাঙালিদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে সরব হয় একাধিক সংগঠন।রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে বলেও দাবি করেন আন্দোলনকারীরা। পহেলগাঁওের ঘটনাকে ব্যবহার করে দেশে ধর্মীয় মেরুকরণ ও যুদ্ধ-জিগির তোলা হচ্ছে অভিযোগ করা হয়।কাশ্মীরী ছাত্রছাত্রী ও শালওয়ালাদের উপর নানা প্রান্তে যে অত্যাচার চলছে। তাই এর বিরুদ্ধে নাগরিকসমাজের মানুষকে এগিয়ে আসতে হবে বলেও মনে করছে মানবাধিকার সংগঠন এপিডিআর। 

ছবি নিজস্ব

শনিবার বিকালে কলেজ স্ট্রিট কফি হাউসের সামনে থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত একটি যৌথ প্রতিবাদী মিছিলে পা মেলান বহু মানুষ। এপিডিআর ছাড়াও মিছিলে ছিল পিডিএসএফ, ক্রমরূপান্তর, সাবিম, সিএসএ, নো-আরসি মুভমেন্ট,  সংগ্রামী কৃষক মঞ্চ, প্রতিভাস্য প্রভৃতি। আগামী দিন এব্যাপারে রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও কর্মসূচি নেওয়া হবে বলেও জানান এপিডিআর-এর সাধারণ সম্পাদক রঞ্জিৎ শূর, রাজ্য নেতা আলতাফ আহমেদ প্রমুখ।

Post a Comment

0 Comments