বেঙ্গল মিরর ডেস্ক: আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন চলছে। ২০ তারিখ, রবিবার ছিল আবেদনের শেষ দিন। এবার ফের সময় বাড়াল আলিয়া কর্তৃপক্ষ। নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আনলাইনে আবেদনের সময় বাড়ানো হয়েছে।
নতুন সময় তালিকা অনুয়ায়ী, বিএসসি নার্সিং বাদ দিয়ে সমস্ত স্নাতক কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে ৫ মে পযর্ন্ত। আগে এই আবেদনের শেষ সময় ছিল ২০ এপ্রিল ২০২৫। অন্যদিকে, পোস্ট–গ্রাজুয়েট কোর্সের জন্যেও আবেদনের সময় ২০ এপ্রিল থেকে বাড়িয়ে ৩০ মে, ২০২৫ করা হয়েছে। একইভাবে বিসএসি নার্সিং ও বিএড–এর জন্য আবেদন করা যাবে ৩০ মে, ২০২৫ পর্যন্ত।
![]() |
প্রতীকী ছবি |
আলিয়া বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ছেলেরা আবেদন করতে পারবে সর্বোচ্চ চারটি কোর্সের জন্য। অন্যদিকে মেয়েরা নার্সিং–সহ পাঁচটি বিষয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে। আর আবেদনের জন্য প্রতি কোর্সের জন্য ছেলেদের দিতে হবে ৪০০ টাকা করে, অন্যদিকে মেয়েরা মাত্র ৩০০ টাকা করে জমা দিয়েই এক একটি কোর্সের জন্য আবেদন করতে পারবে।
0 Comments