জাহানারা খাতুন
বিজেপি রাজনীতির স্বার্থে ধর্ম ব্যবহার করছে। ধর্মগুরুরা এটা মেনে নেবেন না। রবিবার এমনই হুঁশিয়ারি দিলেন ধর্মগুরুরা। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন থেকে বিভিন্ন ধর্মগুরুরা প্রকাশ্যে শুভেন্দু অধিকারী–সহ বিজেপি নেতাদের ধর্মীয় উসকানি এবং বিভেদমূলক বক্তব্যের সমালোচনা করেন। তাঁদের বক্তব্য, কোনও ধর্মই বিভেদ এবং বিচ্ছেদ ছড়ায় না। বিজেপি রাজনৈতিক স্বার্থে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আর তাই ইমাম, পুরোহিত বা অন্য ধর্মগুরুরা এর বিরোধিতা করে ময়দানে নামবেন।
আসলে রবিবার কলকাতা প্রেস ক্লাবে সর্বধর্ম সমন্বয় সমিতির রাজ্য কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার সাতটি ধর্মের বিশিষ্ট ধর্মীয় গুরুগণ। তাঁদের সম্মিলিত উপস্থিতি সর্বধর্ম সমন্বয়ের দৃঢ় বার্তা বহন করে। সমিতির মূল লক্ষ্য হল সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া এবং বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করা। সকল ধর্মের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস।
এ দিনের সাংবাদিক সম্মেলন থেকে রোযার পর কলকাতায় শান্তি মিছিল করার কথাও ঘোষণা করা হয়। বিভিন্ন ধর্মালম্বী মানুষদের নিয়ে ১৩ জনের নতুন রাজ্য কমিটি ঘোষণাও করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মোস্তাফিজ হাশমি, সম্পাদক সুমন ব্যানার্জী, সহ–সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস, সঞ্জীব দাস, সহ–সভাপতি সরন সিং, বিশ্বজিৎ ভট্টাচার্য প্রমুখ। Photo by Source
0 Comments