হুগলিতেই নিখোঁজ ৮০০ নাবালিকা: অতিরিক্ত মোবাইল ব্যবহারকেই দুষছে মহিলা কমিশন!

সৌভিক বিশ্বাস 

মোবাইলের ব্যবহার যেমন মানুষের যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দিয়েছে, একইসঙ্গে এর নানান ক্ষতিকারক দিক নিয়েও আলোচনা হচ্ছে। বিশেষ করে অল্প বয়সি ছেলেমেয়েদের চোখের নানান অসুখ এবং মানসিকতা দ্রুত পরিবর্তন ঘটছে বলে সতর্ক করছেন চিকিৎসকরা। এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো হুগলি জেলার এক বৈঠকে। জেলায় নাবালিকা নিখোঁজ ও বাল্যবিবাহের বাড়বাড়ন্তে উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশনও।

প্রতীকী ছবি

সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। তাতে উঠে এসেছে যে, গত এক বছরে শুধুমাত্র হুগলি জেলায় নাবালিকা নিখোঁজ হয়েছে ৮০০টি। এর কারণ হিসেবে অতিরিক্ত মোবাইল ব্যবহারকেই দায়ী করছে মহিলা কমিশন। এ দিন চুঁচুড়ায় সার্কিট হাউসে হুগলি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার, হুগলির অতিরিক্ত জেলাশাসক (ডেভেলপমেন্ট), হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। 

এ দিন সাংবাদিক সম্মেলনে মহিলা কমিশনের বক্তব্য, গোটা হুগলি জেলা তো বটেই, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে নাবালিকাদের নিখোঁজ হয়ে যাওয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে। মূলত দেখা যাচ্ছে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে নাবালিকা নিখোঁজ হওয়ার প্রবণতা বাড়ছে। যা অত্যন্ত উদ্বেগজনক বিষয় বলেও উল্লেখ করা হয়। এরকম পরিস্থিতিতে অভিভাবকদের আরও কঠোর হওয়ার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। বাচ্চারা কী কারণে ফোন ব্যবহার করছে, কী দেখছে, সেই দিকে নজর রাখার জন্য বলা হয়। 

অন্যদিকে, পুলিশকে বেশি করে সক্রিয় হওয়া, বাল্য যবিবাহ বন্ধ করা এবং স্কুল সমূহে যেন ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয় সে কথাও উল্লেখ করে জাতীয় মহিলা কমিশন।

Post a Comment

0 Comments