হল না সুরাহা, নিউ টাউনের হজ হাউসে সমানে চলছে মদ্যপান, নোংরামি?

বেঙ্গল মিরর ডেস্ক : নিউ টাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে যে হজ হাউস রয়েছে। সেখানে দেদার মদ্যপান চলছে বলে খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। অবশ্য রবিবার তড়িঘড়ি বিধাননগর পুলিশের নজরে আনেন রাজ্য হজ কমিটির চিফ এক্সিকিউটিভ অফিসার। তারপর এক দল পুলিশ যেখানে গিয়ে পরিদর্শন করে বলে জানা গিয়েছে। কিন্তু পুলিশ পরিদর্শন করলে হবে কি অবস্থা ঠিক যেমন ছিল তেমনি রয়ে গিয়েছে। এমনই অভিযোগ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। 

ঘটনাস্থলে নওশাদ সিদ্দিকী 

রবিবার তিনি নিউটাউনের হজ হাউস পরিদর্শনে যান এবং সেখানে দেখেন যত্রতত্র মদের বোতল পড়ে রয়েছে। এ প্রসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, কলকাতার নিউটাউনে হজযাত্রীদের আশ্রয়স্থল মদীনাতুল হুজ্জাজে মদের বোতল পাওয়া গেছে বলে কিছু খবর গতকাল থেকেই চোখে পড়ছিল। আজ সরেজমিনে দেখতে গিয়ে আমি নিজেই ওজুখানার ডাস্টবিনে মদের বোতল দেখতে পেলাম। শুনেছি, আমার যাওয়ার আগে পুলিশের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে এসে সবকিছু খতিয়ে দেখে গেছেন। তারপরেও কি করে এই মদের বোতল পড়ে আছে, এটা বোধগম্য হচ্ছে না। শুনেছি এখানে পুলিশ আধিকারিকেরা বিশ্রাম নিচ্ছিলেন। আমি মনে করি হাজিদের জন্য তৈরি হওয়া এই পবিত্র স্থান সরকারের অন্যান্য কাজে ব্যবহার করা উচিত নয়। যদি ব্যবহার করা হয়ও, তাহলে জায়গাটির পবিত্রতা সম্পর্কে সচেতন থাকা একান্ত প্রয়োজনীয়। অবিলম্বে এই অনাচার বন্ধ করা হোক।

এভাবেই যেখানে সেখানে মদের বোতল 


Post a Comment

0 Comments