প্রয়াত হলেন বিশিষ্ট বিজ্ঞানী ও সুফিসাধক ডক্টর মুহাম্মদ মুনকির হোসেন

বেঙ্গল মিরর ডেস্ক : বুধবার প্রয়াত হয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ও সুফি সাধক ড. মুহাম্মদ মুনকির হোসেন। তিনি বীরভূম জেলার ভূমিপুত্র। জানা গিয়েছে এই দিন তিনি রামপুরহাট মেডিক্যাল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার জোহর নামাজের পর তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর।

File Photo 

 ভীমপুর গ্রামের স্কুল থেকে পড়াশোনা করার পরে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চলে যান। যেখানে তিনি রসায়নে স্নাতকোত্তর করে পিএইচডি করেন এবং পরে আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) বোম্বাই থেকে পোষ্ট ডক্টরেট পড়াশোনা করেন। ডা. মুনকিরের জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিমান আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে  ৫৫টিরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। ২০১৬ সালে অবসর গ্রহণের পর প্রবীণ গবেষণা পন্ডিত ড.মুনকির তাঁর গ্রামে জমি কিনে নিখরচায় দারুল হুদা নামে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। ভীমপুরে প্রায় ৬০ বিঘা জমির উপর কেরলের দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে গরিব পড়ুয়ারা। ইসলামী ভাবধারার পাশাপাশি আধুনিক বিজ্ঞানের শিক্ষার উপর জোর দিয়েছিলেন। 

Post a Comment

0 Comments