ফিরহাদকে নিয়ে মীনাক্ষীর কুরুচিকর পোস্ট, প্রকাশ্যে আসল রহস্য

বেঙ্গল মিরর ডেস্ক: হুগলিতে বন্যার সময় তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জীর একটি মন্তব্যে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি দেখা দিয়েছিল। একইভাবে কলকাতায় বৃষ্টি নিয়ে মহানগরিক ফিরহাদ হাকিমের একটি মন্তব্যকে কেন্দ্র করে হাসাহাসি চলছে। এরই মধ্যে ফেসবুকে পোস্ট করেছে মীনাক্ষী মুখার্জি। সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখার্জির নামে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছে যা অত্যন্ত কুরুচিকর। তাতে দেখা যাচ্ছে মহানগরিকের মুখের সঙ্গে অবয়বের মিল রয়েছে, এমন একজন ব্যক্তির মাথায় টুপি আছে, আছে মুখে দাড়ি এবং সেই ব্যক্তি মদের বোতল ধরে আছে। শুক্রবার এই সংক্রান্ত পোস্টটি ফেসবুকে করা হয়। তারপর থেকে শুরু হয়েছে বিতর্ক। 

আসল-নকল। রইল দুই ছবি 

অনেকে লেখালেখি শুরু করেছেন। অনেকেই বলছেন, সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জিরা অত্যন্ত কুরুচিকর কাজ করেছেন। সত্যি কি মীনাক্ষী মুখার্জির ফেসবুক থেকে এমন পোস্ট করা হয়েছে? জানতে চেষ্টা করে বেঙ্গল মিরর। এ সংক্রান্ত বিষয় জানতে চাওয়া হলে মীনাক্ষী মুখার্জি জানান তার একটি অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তার বাইরে কোনও সোশ্যাল মিডিয়া একাউন্ট নেই। এক শ্রেণির মানুষ ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে বলেও জানান সিপিএমের ওই নেত্রী। একই কথা জানান রাজ্য সিপিএমের সম্পাদক প্রাক্তন সংসদ মুহাম্মদ সেলিম। দুজনেই এ সংক্রান্ত একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এবং অরিজিনাল অ্যাকাউন্টের একটি লিঙ্ক প্রতিবেদক পাঠান। মানুষ যাতে তথ্য যাচাই না করে গুজব না ছড়ান সে কথাও বলেছে সিপিএম। সিপিএম কোনও ব্যক্তির ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে মন্তব্য করে না, এমনকি এই ধরনের গুজব সমর্থন করে না বলেও জানানো হয়েছে।

Post a Comment

0 Comments