বেঙ্গল মিরর ডেস্ক: আবহওয়া দফতর সতর্ক করে যে ঘুর্ণিঝড় দানা আসছে। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়। স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখে বন্ধ রাখা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। ২৪ তারিখ ঝড় আছড়ে পড়ে। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ২৩ থেকে ২৬ জুলাই পর্যন্ত বন্ধ রাখার কথা হয় স্কুলের পঠনপাঠন। ঝড়ে কোথায় কত ক্ষতি হল তা জানতে তৎপর হল প্রশাসন।
শুক্রবার সরকারিভাবে জানানো হয়েছে প্রধানশিক্ষকদের কাছে গুগল ফর্ম পাঠানো হয়েছে। কোন স্কুলে কত বই বা এ জাতীয় ক্ষতি হয়েছে তা অবিলম্বে জানাতে হবে। স্কুল শিক্ষা কমিশমনার দক্ষিণের জেলা যেমন– দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও কলকাতার প্রধানশিক্ষকদের কাছে পড়ুয়াদের বই–খাতা বা স্কুলের পরিকাঠামোগত কত ক্ষতি হয়েছে তা জানতে চেয়েছেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকালে সরকারিভাবে জানানো হয় আবহাওয়া দফতরের পূর্বাভাস ও পড়ুয়াদের কথা ভেবে ২৩ থেকে আগামী ২৬ জুলাই পর্যন্ত বন্ধ রাখা হবে সমস্ত স্কুলের পঠনপাঠন। প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও হাইস্কুলের মতো আইসিডিএস সেন্টারও বন্ধ রাখা হবে। প্রয়োজনে স্কুলের বিল্ডিং ব্যবহার করে মানুষকে আশ্রয় দেওয়া হবে। সরকারিভাবে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ডানার সতর্কতা হিসাবে দক্ষিণের জেলাগুলির মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও কলকাতার স্কুলসমূহ বন্ধ রাখা হবে।
0 Comments