বাড়ছে গঙ্গার জলস্তর, ফের প্লাবনের আশঙ্কা ভূতনিতে

বেঙ্গল মিরর ডেস্ক: গঙ্গা নদীর জলস্তর বাড়তে শুরু করেছে।আর তাই ফের বন্যার অশনিসংকেত দেখছে ভূতনি। আবার কেশরপুর বাঁধের কাটা অংশ দিয়ে জল ঢুকতে শুরু করেছে লোকালয়ে। বর্তমানে বাঁধ তীরবর্তী কালুটোনটোলা গ্রামের রাস্তায় ছিপছিপে জল। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় গঙ্গার জলস্তর বেড়েছে প্রায় ১০ সেন্টিমিটার। মঙ্গলবার দুপুর দুটোর হিসেব অনুযায়ী, গঙ্গার জলস্তর বেড়ে দাঁড়িয়েছে ২৪.১৪ মিটার। গঙ্গার জলস্তর আরও বাড়তে থাকলে আবারও ভূতনির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে বলে শঙ্কা এলাকাবাসীর। তবে তড়িঘড়ি মাঠে নেমেছে রাজ্যের সেচ দফতর। 

Image credit, x of prasanta Paul 

কিছুদিন আগে হওয়া বন্যার রেশ এখনও কাটেনি। ভূতনিবাসী গত দশ দিন আগেও ছিল বানভাসি।স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। জল কমে গেছে বলে উঁচু বাঁধ ও সরকারি ত্রাণশিবির থেকে ঘরে ফিরতে শুরু করেন ভূতনির মানুষজন। ঠিক সেই মুহূর্তে আবারও বন্যার অশনিসংকেত দেখতে শুরু করেছে মানুষ। সোমবার রাত থেকে সেই কেশরপুর বাঁধের কাটা অংশ দিয়ে ঢুকতে শুরু করেছে গঙ্গার জল। পুজোর  মুখে ফের বন্যার শঙ্কা গুনছেন ভূতনিবাসী। 

Post a Comment

0 Comments