এবার হিন্দু মহাসভার যাদবপুরের প্রার্থী চন্দ্রচূড় গোস্বামীকে প্রাণনাশের হুমকি!

বিশেষ প্রতিবেদন, বেঙ্গল মিরর: কিছুদিন আগে বিজেপি নেতা তথা বনগাঁর প্রার্থীকে হুমকি দিয়েছিল। এবার অখিল ভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ড. চন্দ্রচূড় গোস্বামীকে প্রাণনাশের হুমকি–সহ দুষ্কৃতীদের দ্বারা সাইবার ক্রাইম আক্রমণের মত গভীর ষড়যন্ত্রের চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো । হিন্দু মহাসভা যাতে আসন্ন লোকসভা নির্বাচনে প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী রাজনৈতিক দল হিসেবে না অংশগ্রহণ করতে পারে তার জন্যই এই চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ। সম্প্রতি চন্দ্রচূড় গোস্বামীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিয়ো ভাইরাল হয়েছে এবং তাতে যে তথ্যগুলো দেখানো হয়েছে তারই আসল সত্য বা হার্ডকপি তথ্যপ্রমাণ হিসেবে তুলে ধরলেন তিনি । ওনার বক্তব্য গণতন্ত্রের মহোৎসব লোকসভা নির্বাচনে এত বছর পর হিন্দুমহাসভার যখন দলগতভাবে অংশগ্রহণ করার মত মহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছে তখন তাকে যারা বাধা দিতে চাইছে তারা কখনোই হিন্দু মহাসভার প্রকৃত প্রতিনিধি হতে পারেনা । একটি রাজনৈতিক দলের কাজ তো হাডুডু খেলা বা ড্যান্স বাংলা ড্যান্স অনুষ্ঠানে নাচ করা নয় ।

ছবি নিজস্ব 

অভিযোগ, হিন্দু মহাসভার অফিসিয়াল মেইল আইডির পাসওয়ার্ড হ্যাক করে দুষ্কৃতীরা দলের বিভিন্ন গুরুত্বপূর্ন নথি ও তথ্য জাল করে সেই জাল তথ্য সমূহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশন, প্রেস ক্লাবের সেক্রেটারি, কলকাতার প্রায় সমস্ত কাউন্সিলর এবং অন্যান্য সরকারি আধিকারিকদের কাছে পাঠানোর মত গুরুতর অভিযোগ করেছেন চন্দ্রচূড় গোস্বামী । শুধু তাই নয় পশ্চিমবঙ্গ সংগীতমেলায় অতিথি শিল্পী হিসেবে ওনার গান গাওয়ার ছবিকে তৃণমূলের মঞ্চে বক্তব্য রাখার প্রমাণ বলে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে তাকেও এক হাত নেন চন্দ্রচূড় গোস্বামী। তিনি বলেন, একজন শিল্পী যখন কোথাও গান গাইতে যান তখন তার শিল্পসত্তাকে কলুষিত করে রাজনীতির অপপ্রচার অত্যন্ত অনৈতিক কাজ । আজ সারা ভারতবর্ষ যখন ঘুষের টাকায় চলছে তখন একজন প্রকৃত সৎ সনাতনী জাতীয়তাবাদী রাজনীতিবিদ হিসেবে তিনি যাদবপুর কেন্দ্রে নির্বাচনে লড়ছেন বলেই ওনার বিশ্বাস যোগ্যতা নষ্ট করতে ওনার ওপর এত কদর্য আক্রমণ করা হচ্ছে বলে দাবী করেন তিনি । প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময়টুকু বাদে রাস্তায় দাড়িয়ে চা এবং সরবত বিক্রির টাকা দিয়ে বৃদ্ধাশ্রম ও অনাথাশ্রমে সাধ্যমত সাহায্য করার পাশাপাশি লোকসভা নির্বাচনের মত বড় নির্বাচনের অর্থ সংগ্রহের চেষ্টা করেন চন্দ্রচূড়বাবু । ওনার বিরুদ্ধে মূল চক্রান্তকারী হিসেবে ড. সব্যসাচী ডট নামে সোনারপুর প্রান্তিক আবাসনের জনৈক ব্যক্তির কথা উল্লেখ করেন চন্দ্রচূড় গোস্বামী । তিনি অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনিবিচারের পাশাপাশি জনতার আদালতে বিশ্বাস রাখছেন বলে জানিয়েছেন

Post a Comment

0 Comments