গ্রেফতার কেজরিওয়াল, জেল থেকেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক

বেঙ্গল মিরর ডেস্ক: আবগারি  মামলায় গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ  কেজরিওয়াল। এর আগে দিল্লি হাইকোর্টে রক্ষাকবচ চেয়েছিলেন অরবিন্দ কেজরীবাল কিন্তু, হাইকোর্ট তাঁকে খালি হাতেই ফিরিয়েছে ইডির গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিতে রাজি হয়নি এরপর, বৃহস্পতিবার রাতেই আবগারি মামলার তদন্তে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা দেয় ইডির কর্তারা রাতেই তাঁকে গ্রেফতার করা হয়।এই অবস্থায় রাতেই জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আম আদমি পার্টি

ছবি: ANI

এ দিকে ইডির গ্রেফতারি নিয়ে সরব হয়েছে কংগ্রেস। দিল্লিতে আসনরফা হয়েছিল কংগ্রেস ও আপের মধ্যে। ফলে বিজেপি হেরে যেতে পারে বলেই হিংসা করে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে হার মানতে নারাজ কেজরিওয়াল। তিনি সমর্থকদের উদ্দেশ্যে জানান, জেল  থেকেই লড়াই করবেন। কিন্তু বিজেপির কাছে হার মানবেন না।আপ নেতারা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার প্রশ্নই নেই। শেষ লড়াই চালিয়ে যাবে আম আদমি পার্টি।

Post a Comment

0 Comments