ইন্ডিয়া জোট জিতলেই বাতিল হবে সিএএ, বন্ধ হবে নিট পরীক্ষা, প্রতিশ্রুতি স্ট্যালিনের

জাহানারা খাতুন, বেঙ্গল মিরর: ইন্ডিয়া জোট জিতলেই বাতিল হবে সিএএ, বন্ধ হবে নিট পরীক্ষা, প্রতিশ্রুতি স্ট্যালিনের। তামিলনাড়ুর ক্ষমতাসীনদল ডিএমকে বুধবার প্রকাশিত ইশতেহারে উল্লেখ করেছে তারা জিতলেই নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯ বাতিল করা হবে। শুধু তাই নয়, বর্তমান সরকারের চালু করা নীতি আয়োগ তুলে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর চালু করা পরিকল্পনা কমিশন ফের প্রতিষ্ঠা করার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও 'অগ্নিপথ' প্রকল্প প্রত্যাহার করে ভারতীয় সশস্ত্র বাহিনীতে 'স্থায়ী নিয়োগ পরিষেবা' পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছে স্ট্যালিনের দল ডিএমকে।


আরও বলা হয়েছে, এখন থেকে জনসংখ্যা শুমারি, যার মধ্যে বর্ণভিত্তিক আদমশুমারি এবং দারিদ্র সীমার নীচের লোকদের সম্পর্কিত আদমশুমারি, একযোগে প্রতি পাঁচ বছরে একবার কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হবে। জাতীয়করণ এবং তফসিলি ব্যাঙ্কগুলিতে কৃষকদের ঋণ এবং সুদ মকুব করা, ছাত্রদের জন্য শিক্ষা ঋণ মকুব করা, প্রতিটি রাজ্যের সমস্ত মহিলাদের জন্য ১ হাজার টাকার মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে। মেডিক্যালে ভর্তির পরীক্ষা নিট বা NEET থেকে তামিলনাড়ুর পড়ুয়াদের অব্যাহতি এবং জাতীয় মহাসড়কে টোল বুথ সম্পূর্ণরূপে তুলে দেওয়ার কথাও বলেছে ডিএমকে। নিট পরীক্ষায় ইংরেজি ও হিন্দিতে প্রশ্ন করা, অন্যান্য ভাষা থাকলেও সিলেবাস নিয়ে সমস্যা হয়, তাই নিট তুলে দিতে চাইছে ডিএমকে।

Post a Comment

0 Comments