কবিতা 'জাগো মুজাহিদ' লিখছেন হাতেম আলি মণ্ডল

 জাগো মুজাহিদ

-হাতেম আলি মণ্ডল 

Photo Credit: BBC

মরদে মুজাহিদ

তোমার ভাঙবে কবে নিদ?

নয়নতুলি দেখ, সকলি নির্বাক,

অত্যাচার দাবানলে সমাজ পুড়ে খাক।


পুষ্পসম শিশু আর নিষ্পেষিত হচ্ছে নির্মলপ্রাণ,

কিসের তরে ঘুমন্ত তোর তনু, জাগাও রে প্রাণ।

মরছে মানুষ, মারছে মানুষ দিকে দিকে হায়,

বিবেকান্ধ হয়ে তারা ছুটছে মিথ্যা প্ররোচনায়।


ওহে বীর, মরদে মুজাহিদ,

অখিল পুস্পকাননে লুপ্তপ্রায় মানবসংগীত ।

আঁখি খুলে সমাজপানে রাখো কান

আর শুনবে কবে দুনিয়ার ক্রন্দন?


কে দেখাবে পথ তাদের, কে হবে তাদের সাথী,

পিশাচের দল মনুষ্যত্বের রক্তে করছে মাখামাখি! 

সমাজ অঙ্গণে বিপন্ন আজ মানবজাতি,

নিভু নিভু প্রায় মানব সমাজের বাতি।


অত্যাচার অনাচারে, নিঠুর মরণ পায়,

কোমল জীবন ত্যাগে ভূবন, নিতান্তই নিরূপায়।

অসাড় প্রাণ, পাথর মন, পাতে মৃত্যৃফাঁদ 

দূর হতে লৌহালয়ে করে আয়েশ-আহ্লাদ।


ধূলির ধারে রোদপ্রখরে ধরা'পরে তার,

একটুখানি জীবন বাঁচার নাই অধিকার?

ভূরি উদর ক্ষুদজ্বালা কাঁপে নিলয়,

জানেনা যে কখন মারণাস্ত্র এ জীবন লয়।


ওহে মরদে মুজাহিদ

তোমারই হবে জিত।

জাগো, জাগোরে জাগো, এ জগৎ কার?

তোর বিন্দু লোহিতকণায় জীবনসিন্ধু পাক অধিকার।


জালিমদের ভাঙরে হাত,

হানরে শীরে বজ্রাঘাত, 

তীব্র সাহস বেঁধে বুকে অত্যাচারীর কর নিপাত।


সঙ্গে আছি থাকব চির,

অত্যাচারের বেড়াজাল চূর্ণিব স্থির।

হীণ সমাজে নাইবা রই,

স্বর্গে রব হয়ত নিশ্চয়ই।

জাগোরে মানব, জাগোরে বিবেক, জাগোরে প্রাণ,

নিষ্কলুষ হোক, শান্তিময় হোক এ জাহান।

Post a Comment

0 Comments