ভাষা শহিদ বরকতের গ্রামে বিশেষ অনুষ্ঠান

বেঙ্গল মিরর ডেস্ক: একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার অস্তিত্ব রক্ষার সংগ্রামে প্রাণ দিয়েছিলেন রফিক-সালাম-বরকতরা। পরবর্তীকালে ১৯৫২-র এই আন্দোলন বৃহত্তর আকার ধারণ করে। একসময় পূর্ব পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের উৎপত্তি হয়। ভাষার এই মর্যাদা রক্ষার সংগ্রামকে স্মরণীয় রাখতে রাষ্ট্রসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তারপর থেকে এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে। এই আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার সালার থানার বাবলা গ্রামে ভাষা শহিদ আবুল বরকতের স্মরণে একটি বিশেষ অনুষ্ঠান হয়। 

তিনদিনব্যাপী এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৃত্য, গান, আবৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একটি রক্তদান শিবিরও করা হয় ভাষা দিবস উপলক্ষে। বিধায়ক থেকে জেলা পরিষদের কর্মাধক্ষ এবং অন্যান্য গুণিজন ও বিশিষ্টরা উপস্থিত ছিলেন ভাষা দিবসের অনুষ্ঠানে। মানবাধিকার সংগঠন সিপিডিআর-এর পক্ষে আবুল হাসান আল মামুন ভাষা শহিদের গ্রামে যান। তিনি ঘুরে দেখেন তার বাসভবন ও বরকতের স্মৃতির উদ্দেশ্য নির্মিত বরকত ভবন। এ দিন আবুল হাসান আল মামুন সকলকে ভাষা দিবস এর শুভেচ্ছাও জানান।

Post a Comment

0 Comments