বেঙ্গল মিরর ডেস্ক: অখিল ভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে ভাষা দিবস ২১ ফেব্রুয়ারি প্রায় সমগ্র সন্দেশখালি অঞ্চল পরিদর্শন করে সংগঠনের নেতৃত্ব। তারপর সন্দেশখালি থানায় ডেপুটেশন জমা দিল মহাসভার রাজ্য প্রতিনিধিরা। জানা গিয়েছে, এ দিন সকাল থেকে সন্দেশখালি অঞ্চলের জেলেপাড়া, নস্করপাড়া, পুকুরপাড়া-সহ প্রায় সমস্ত গ্রাম পায়ে হেঁটে পরিদর্শন করে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন হিন্দু মহাসভার রাজ্য প্রতিনিধিসদস্যরা। এরপর ওনারা সন্দেশখালি থানায় এসে পুলিশ আধিকারিকদের সাথে মিটিং করে। এই সময় বেঙ্গল পুলিশের ডিজি রাজিব কুমার উপস্থিত হলে ওনার সামনেই হিন্দুমহাসভার রাজ্য প্রতিনিধিরা ডেপুটেশন কপি জমা দেয়।
সন্দেশখালির বিষয়ে প্রশ্ন করা হলে চন্দ্রচূড়বাবুর স্পষ্ট বক্তব্য, ওনারা সন্দেশখালি অঞ্চলে শান্তি-শৃঙ্খলা এবং পারস্পরিক সৌভাতৃত্ব বজায় রাখার পক্ষে। হিন্দুমহাসভা শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় পৃথিবীর যে কোনও প্রান্তে মাতৃশক্তি এবং দেশমাতৃকার সম্মান রক্ষায় বদ্ধপরিকর। কারণ ওনারা বিশ্বাস করেন "জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী।" বিগত কয়েকদিন ধরে প্রথম সারির সংবাদমাধ্যমে পরস্পর বিরোধী যে তথ্য উঠে আসছে তাতে ওনারা বিস্মিত হয়েই নিজেরা সরজমিনে অঞ্চল পরিদর্শনের সিদ্ধান্ত নেন। হিন্দুমহাসভা চায় কোনও অপরাধী, অপরাধ, অত্যাচারী বা অত্যাচারিতের মূল্যায়ন যেন রাজনৈতিক রঙ এবং ধর্মবিশ্বাস দ্বারা প্রভাবিত না হয়। আবার এটাও ঠিক ওনারা বিশ্বাস করেন কোনো ব্যক্তিকে তার জাতি, ধর্ম, বর্ণ বা পোশাক তুলে এমন কোনও মন্তব্য করা উচিৎ নয়, যাতে তার মনে আঘাত লাগে।
0 Comments