কবিতা 'মুটে' কলমে হাতেম আলি মণ্ডল

মুটে

-হাতেম আলি মণ্ডল 


মস্তকে অতিশয় ভারী বোঝা, মুটে

ঘিঞ্জি ভীড় কেটে যাচ্ছে ছুটে,

না হয় দেরি ট্রেন নাহি ছুটে।

হাড় হিম খেটে

দীনতার মাঝে পেটে

দুবেলার দুমুঠো অন্ন জুটে।

তাই করি তাড়া

মুটিয়ে আমি হতচ্ছাড়া

পাছে বিলম্বে নাহি মেলে ভাড়া!

নাহি মোর লাজ

কায়িক শ্রম হালাল মোর কাজ

করি না তো লুটোপুটি, না ঠগবাজ।

ঘর্ম সাগরে ভাসি তৃষ্ণাতুর প্রাণে

শিরে ধরার বোঝা বহনে

ধীরে চলি যানজটে দৈন্যের টানে।

নেই কোন অভিমান

সমাজ তারে না দিক সম্মান

বোঝা বহনে সরল জীবন সংকুলান।

দশে বহনে যা

দেশ বহনে রাজা

মোদের শক্ত গর্দান রাখি ভারী বোঝা।



আর সকলি দম্ভভরে চলে বুটশ্যুটে

সমাজের দেওয়া মোদের নাম বিদঘুটে,

ক্ষুৎজ্বালা পেটে মেখে নিলেম নাম মুটে।

মোদের স্বেদ সাগরে ভাসিয়ে ভেলা

উন্নীত শিখর সোপান চড়ে আর্থ মেলা

গড়ন ইমারত সুখকর অট্টালিকা বহুতলা।

আজ আমরা আছি তলে

উনান না জ্বলুক কার আছে খেয়ালে?

দীনতার, ক্ষুধা, স্বপ্ন আশা তলায় অশ্রু জলে।

তবু বাবু কহেন কিতনা হুয়া?

আশি টাকা শুনে, ইতনা বেশি! ঝুটে

হামারদের খাচ্ছো লুটেপুটে।

মন গহিনে করে আর্তনাদ

কত কথা ভাসে অকপটে,

সকলি বহে বোঝা তফাৎ কেন? আমরা হলেম মুটে।

Post a Comment

0 Comments