বাবরি: এপিডিআর-এর সভায় হিন্দুত্ববাদীদের হামলার অভিযোগ

বেঙ্গল মিরর ডেস্ক: ১৯৯২ সালে ৬ ডিসেম্বর করসেবকদের হাতে ধ্বংস হয়েছিল ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। সে ঘটনার পর থেকে দেশজুড়ে বিভিন্ন সংগঠন প্রতিবাদ সংগঠিত করছে। এই দিনটিতে কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে নানান প্রতিবাদ কর্মসূচি সংঘটিত হয়। তারই অংশ হিসেবে একটি বিশেষ পথসভা ছিল সোনারপুরে। আর এই সভায় হিন্দুত্ববাদী একটি সংগঠনের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলল মানবাধিকার সংগঠন এপিডিআর। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক এ নিয়ে সোশ্যাল মিডিয়া একটি বিবৃতি জারি করেছেন এবং তিনি অভিযোগ করেন, হিন্দুত্ববাদীরা সশস্ত্র হয়ে তাদের সভায় হামলা চালানোর ছক করে। জয় শ্রীরাম ও অন্যান্য স্লোগান দিতে থাকে তারা। অবশ্য পুলিশ কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি।



এ নিয়ে সংগঠনের তরফে রঞ্জিত শূর জানান, বাবরি মসজিদ ভাঙার দিন ৬ই ডিসেম্বর 'কালা দিবস' পালনের ডাক দিয়ে সভা চলার সময় এপিডিআর-এর সভায় হামলা করল 'হিন্দুত্ববাদী'রা। সোনারপুর স্টেশনের কাছে অটো স্ট্যান্ডে সভা চলছিল। সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই ৪০/৫০ জনের একটি মিছিল 'জয়শ্রী রাম' 'ভারত মাতা কী জয়' শ্লোগান দিতে দিতে এপিডিআর-এর সভায় এসে হামলার চেষ্টা করে। সভা বানচালের চেষ্টা করে।  সম্ভবত পুলিশের কাছে আগেই খবর ছিল। প্রচুর পুলিশ উপস্থিত ছিল। পুলিশ ওদের বাধা দেয়। এপিডিআর-এর সভা ঘিরে রাখে। পুলিশ প্রথমে হাতে আটকানোর চেষ্টা করে। না পেরে পরে লাঠি চালায়। শেষ পর্যন্ত পুলিশের বাধায় ওরা ফিরে যায়। ওরা কোন সংগঠনের লোক তাও বোঝা যায়নি। পরে পুলিশ বলেছে, হিন্দু জাগরণ মঞ্চের লোক ছিল ওরা। ওরা সশস্ত্র ছিল। হাতে তেকোনা হলুদ রংয়ের পতাকা-লাঠি ছিল। সভা কিছুক্ষন বন্ধ থাকার পর স্বাভাবিকভাবেই চলে জানান রঞ্জিত শূর। 

Post a Comment

0 Comments