কমছে তিস্তার জল, বাড়ছে ভাঙন আতঙ্ক!

সোহেল রানা, বাংলাদেশ: উজান থেকে নেমে আসার ঢলে কুড়িগ্রামে তিস্তা নদীর জল কমতে শুরু করে ফলে বন্যার আতঙ্ক কমলেও ভাঙনের আতঙ্কে পড়েছে তিস্তাপাড়ের মানুষ জল উন্নয়ন বোর্ড জানায়, তিস্তার জল দুপুর পর্যন্ত আরও কিছুটা বৃদ্ধি পেয়ে কমতে শুরু করেছে জল বৃদ্ধিতে তিস্তার দুই পাড়ের মানুষকে সরে যেতে মাইকিং করা হয়েছিল কিন্তু মানুষজন তাদের ঘরবাড়িতেই অবস্থান করছে বন্যার সংশয় দূর হলেও ভাঙন-আতঙ্কে রয়েছে তীরবর্তী মানুষজন হঠাৎ জল বৃদ্ধি পাওয়ায় জেলার রাজারহাট উপজেলার তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আবাদি জমি আমন খেত জলাবদ্ধ হয়ে পড়েছে এলাকার নয়ন মিয়া বলেন,দুপুর পর্যন্ত বন্যার দুশ্চিন্তায় ছিলাম দুপুরের পর জল কমতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে


ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য মামুনুর রশীদ বলেন, তিস্তার জল বৃদ্ধির কারণে চর খিতাব খাঁ, ঘড়িয়ালডাঙ্গা এলাকার হাতেগোনা দু-একটি বাড়ির ঘরে জল উঠেছে তবে এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন,গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগামী শুক্রবার বৃষ্টিপাত কমে স্বাভাবিক হতে পারে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন,তিস্তায় আকস্মিক বন্যার আশঙ্কায় নদীর অববাহিকায় মাইকিং করে সবাইকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে ছাড়াও স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা সজাগ রয়েছেন

 

Post a Comment

0 Comments