মানিকচকে বিদ্যুৎ–কর্মীকে মারধরের অভিযোগ

পার্থ ঝা,মানিকচক: মানিকচকে বিদ্যুৎ–কর্মীকে বেধড়ক মারধর। ফাটল মাথা। জানা গিয়েছে, বুধবার রাতে মানিকচকে উত্তেজিত জনতার মারধরে মাথা ফাটে এক বিদ্যুৎ–কর্মীর।বর্তমানে গুরুতর আহত অবস্থায় মালদা শহরের একটি নার্সিংহোমে ভর্তি আছেন আক্রান্ত। এই ঘটনার একজনকে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ।ঘন ঘন লোডশেটিংয়ের  প্রতিবাদে রাতে মানিকচক বিদ্যুৎ দফতরে একদল জনতা চড়াও হয়ে ওই বিদ্যুৎ–কর্মীরকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ।

Pic TBM Reporter

জানা গিয়েছে, বেশ কয়েক সপ্তাহ ধরে লোডশেডিংয়ে নাজেহাল আমজনতা। রাজ্যের বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ তুলছেন বিরোধীরা।সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। মানিকচক ব্লকজুড়ে প্রায় প্রতিনিয়ত আনুমানিক ছয় থেকে সাত ঘণ্টা চলে লোডশেডিং। রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত বন্ধ করা হচ্ছে। ফলে প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।জানা গেছে, রাত সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা চালু না হওয়ায় ডোমাট এলাকার ১০ থেকে ১২জন যুবক বিদ্যুৎ অফিসে চড়াও হয়। বিদ্যুৎ অপিসের মূল গেটের বাইরে অনেক চিৎকার চেঁচামেচি করার পর কেউ সাড়া না দেওয়ায় তারা মূল গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে যায়।সেই সময় ডিউটিতে ছিলেন অজয় মণ্ডল।তিনি ওই যুবকদের বাধা দিতে গেলে তারা অজয় মন্ডলের ওপর চড়াও হয়।শুরু হয় বেধড়ক মারধর।মাথা ফাটিয়ে দেওয়া হল অজয় মন্ডলের বলে অভিযোগ।পরে স্থানীয়রা যুবকদের কাছ থেকে উদ্ধার করে মানিকচক গ্রামের হাসপাতালে নিয়ে যান। এখান থেকে তাকে মালদা মেডিক্যাল কলেজ এবং পরে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সিটু জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা আহত অজয়বাবুকে তাদের সংগঠনের একজন সদস্য দাবি করে এই ঘটনার তীব্র নিন্দা করেন।তার দাবি, শুধুমাত্র রাজ্য সরকারের বিদ্যুৎ–নীতির কারণে কর্মীদের এই হাল। এই ঘটনায় মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ।

Post a Comment

0 Comments