বেঙ্গল মিরর প্রতিনিধি: বৃহস্পতিবার বোলপুর থানার অন্তর্গত মকরমপুর মেন রাস্তার রোডের উপর একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে দাউ দাউ করে বাস থেকে বেরোতে থাকে কালো ধোঁয়া। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল ইঞ্জিনের প্রচেষ্টা ওই বেসরকারি বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। বাসে আগুন লাগার পরই ওই বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই বেসরকারি বাসটি বোলপুর থেকে লাভপুরের দিকে যাচ্ছিল। আর ঠিক দুপুর ১২ টা নাগাদ হঠাৎ ওই বাসের মধ্যে আগুন লেগে যায় বলে অনুমান করছে স্থানীয় বাসিন্দারা। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে কীভাবে আগুন লাগলো ওই চলন্ত বাসের মধ্যে তা খতিয়ে দেখছে পুলিশ।
0 Comments