সাহিত্য আকাদেমির ‘ফেলো’ সম্মান পেলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বেঙ্গল মিরর ডেস্ক: বেঙ্গল মিরর ডেস্ক: সাহিত্য আকাদেমির সবচেয়ে বড় সম্মানে ভূষিত হলেন বিশিষ্ট কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। রবিবারই তিনি আকাদেমির ‘ফেলো’ নির্বাচিত হয়েছেন। এটিই সাহিত্য আকাদেমির সর্বোচ্চ সম্মান। এর আগে এই পুরস্কার পেয়েছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, সুকুমার সেন, শঙ্খ ঘোষ, অন্নদাশঙ্কর রায়, আশাপূর্ণা দেবী এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এ বার এই সম্মানে ভূষিত হলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। স্বাভাবিকভাবেই খুশি বাঙলার সাহিত্য মহল।

Pic credit: ABP

জানা গিয়েছে, টশুধুমাত্র জীবিত ভারতীয় লেখকদের দেওয়া হয় এই পুরস্কার। প্রাপকের সংখ্যা কখনও ২১-এর বেশি হয় না। এই বছর  ‘ফেলো’ হিসেবে সম্মানিত হয়েছেন ইংরেজি ভাষার লেখক রাসকিন বন্ড এবং বালচন্দন নেমাড়ে। একইসঙ্গে আরও সাতটি ভাষার সাতজন সাহিত্যিক এই পুরস্কার পেয়েছেন। একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানেই তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে খবর।

লেখকের পরিবার সূত্রে খবর, শীর্ষেন্দু বেশ কয়েক দিন ধরেই অসুস্থ। এই মুহূর্তে তিনি ভর্তি রয়েছেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। বেডে শুয়েই এই খবর পেয়েছেন তিনি।

Post a Comment

0 Comments