স্বেচ্ছাসেবী সংস্থা 'নবদিগন্ত'র উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

জান্নাতুন ফেরদাউস

ভোট বাজারে বিভিন্ন দলের নেতা নেত্রীরা যখন রবিবাসরীয় প্রচারে মাঠ কাঁপাচ্ছেন, তখন ভিন্নধর্মীতার উদাহরণ তুলে ধরছে স্বেচ্ছাসেবী সংস্থা নবদিগন্ত। এদিন উত্তর ২৪ পরগণা জেলার মালঞ্চের খাসশাকদহে। সকাল ১০টায় শুরু হয় এবং বিকাল ৩  টা পর্যন্ত  ক্যাম্প চলে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ,  রক্ত পরীক্ষা, ইসিজি করা, মহিলাদের স্যানিটারী ন্যাপকিন প্রদান ইত্যাদি করা হয়েছে।

Health Camp organised by Naba Diganta

প্রসঙ্গত, প্রায় ১৫০ জনকে পরিষেবা প্রদান করা হয়। মূল ভূমিকা পালন করেন ডা. ফারুক হোসেন গাজী। সঙ্গে ছিল নিলুফা পারভীন, জিরো ফাউন্ডেশন। 

Health camp organised By Naba Diganta

উল্লেখ্য, বিগত প্রায় সাত বছর ধরে নবদিগন্ত'র মাধ্যমে সমাজসেবার কাজে নিযুক্ত রয়েছেন ডা. ফারুক হোসেন গাজী। তিনি বলেন, আগামীদিনেও আমরা এই কাজ জারি রাখব। ডাক্তারবাবু মহিলাদের ক্ষমতায়নের কাজ করার কথাও বলেন। 

Post a Comment

2 Comments