বিজেপিকে ভোট নয়, শহরে মিছিলের আহ্বান, কিন্তু কেন?

বেঙ্গল মিরর ডেস্ক: বিজেপিকে ভোট দেবেন না। এমনই আহ্বান জানিয়ে মিছিলে পা মেলালেন হাজার হাজার মানুষ। বুধবার মিছিল হল শহরের রাজপথে। কিন্তু কেন? মিছিলের আহ্বায়কদের কথায়, বিজেপি ধর্মে-ধর্মে বিভাজন করে, জনস্বার্থ না দেখে কর্পোরেটের হয়ে কাজ করে, তাই সেই দলকে ভোট দেবেন না।

No vote to bjp rally in city

প্রসঙ্গত, বুধবার দুপুরে মৌলালির রামলীলা পার্ক থেকে কলকাতা পুরনিগমের অফিস পর্যন্ত মিছিল করে ‘ফ্যাসিস্ট আরএসএস-বিজেপির বিরুদ্ধে বাংলা’ শীর্ষক একটি সংগঠন। ওই মিছিলে পা মেলান বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া-অধ্যাপক, সমাজকর্মীরা। দিল্লিতে আন্দোলনরত কৃষকদের একটি প্রতিনিধি দলও এদিন মিছিলে হাঁটেন এবং সমাবেশে বক্তব্য রাখার সময় বিজেপির বিরুদ্ধে সুর চড়ান।

এদিন কয়েক হাজার মানুষের সঙ্গে ছিলেন ‘ফ্যাসিস্ট আরএসএস-বিজেপির বিরুদ্ধে বাংলা’-র আহ্বায়ক কুশল দেবনাথ, শর্মিষ্ঠা চক্রবর্তী,  অনিকেত চট্টোপাধ্যায়, অধ্যাপক সামিরুল ইসলাম, অধ্যাপক সুজাত ভদ্র, সমাজকর্মী কস্তুরি বসু, অরুপ মজুমদার, দীপঙ্কর ভট্টাচার্য–,কৃষক নেতা রামিন্দর সিং, হরমিত সিং, রাজমিত সিং রাজু প্রমুখ।

Post a Comment

0 Comments