সলিডারিটির উদ্যোগে গোপালপুরে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির

বেঙ্গল মিরর ডেস্ক: গ্রামবাসীকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে আবারও এগিয়ে এলো গোপালপুরের যুবকবৃন্দ। শনিবার ২০ এপ্রিল সারাদিন ব্যাপী দাঁত, চোখ এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বিশেষ শিবিরের আয়োজন করে সলিডারিটি ইউথ মুভমেন্টের গোপালপুর শাখা। প্রচণ্ড গরম সত্ত্বেও এ দিনের ক্যাম্পে ৬০ মানুষ রক্তদান করেন এবং প্রায় ৫ শতাধিক মানুষ বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। এ দিন একটি চক্ষু বিষেশজ্ঞ টিম চোখের নানাবিধ সমস্যা আধুনিক যন্ত্রের সাহায্যে বিনামূল্যে পরীক্ষা করে সাধারণ মানুষকে পরিষেবা দেন। দাঁতের সমস্যায় যারা ভোগেন তাদেরকে ওষুধ, পেস্ট, ব্রাশ ইত্যাদি সরবরাহ করা হয়। সাধারণ যে কোন সমস্যার জন্য দুইজন এমডি ডাক্তার এবং একজন হোমিওপ্যাথি ও একজন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত ছিলেন।

এ দিনের ক্যাম্পে উপস্থিত হয়ে রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি বলেন, সাধারণ মানুষের পাশে থাকার এই যে উদ্যোগ গোপালপুরের গ্রামবাসী নিয়ে থাকে তা আমার কাছে বরাবরের মতোই প্রশংসনীয়। উপস্থিত ছিলেন সলিডারিটি ইউথ মুভমেন্ট পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ওসমান গনি, সম্পাদক ইমরান আলী সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ দিনের আয়োজনটি দায়িত্বের সঙ্গে পরিচালনা করেন সলিডারিটি মেট্রো সিটির সেক্রেটারী আমিরুল মোমেনীন। সহযোগিতা করেন এসআইও গোপালপুর ইউনিট, সলুয়া গোপালপুর স্পোর্টিং ক্লাব, গোপালপুর জামে মসজিদ সহ এলাকার সাধারণ যুবকবৃন্দরা। সাধারণ মানুষ উদ্যোক্তাদের ভুয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।


Post a Comment

0 Comments