টাকার বিনিময়ে নম্বর বাড়ানোর অভিযোগ মালদহের সামসি কলেজের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন, বেঙ্গল মিরর: এর আগে ছাত্রীর সঙ্গে সহবাস কিংবা অবৈধ সম্পর্কের বিনিময়ে নম্বর বাড়ানোর অভিযোগ ভুরি ভুরি। তাই বলে স্নাতক স্তরে? হ্যাঁ, এমনই অভিযোগ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।


প্রসঙ্গত, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন সামসি কলেজের স্নাতক স্তরের ফলাফল ঘোষিত হয়েছে সম্প্রতি। তাতেই অনেকে কম নম্বর পেয়েছে। তার তুলনায় কম মেধাবী ছাত্রছাত্রীরা বেশি নম্বর পেয়েছে। অভিযোগ, আগের সেমিস্টারের যারা ৫০ বা ৬০ শতাংশ পেয়েছিল তারাই এবার ৮০/৯০-এর ঘরে নম্বর পেয়েছে। এক ছাত্রী রীতিমত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেই এ নিয়ে অভিযোগ তুলেছে। টাকার বদৌলতে নাকি এভাবে নম্বর বাড়ানোর খেলা হয়েছে। যদিও কলেজ কর্তৃপক্ষ এ নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। যোগাযোগ করার চেষ্টা করার হয়েছে। খবর লেখা পর্যন্ত কিছুই বলতে চাননি কলেজ কিংবা সংশ্লিষ্ট বিভাগের প্রধান। 

Post a Comment

0 Comments