বিআইআইটি-র প্রতিষ্ঠাতা সদস্য, চিন্তাবিদ ড. মুঈন উদ্দীন আহমাদ খানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদন, বেঙ্গল মিরর ঢাকা: বরেণ্য ইতিহাসবিদ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রথম মহাপরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক অধ্যাপক, সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট (বিআইআইটি)-র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ড. মুঈন উদ্দীন আহমাদ খান আজ সকাল নয়টায় চট্টগ্রামে তার নিজগৃহে ইন্তেকাল (পরলোকগমন) করেন।
জানা গিয়েছে, আজ যোহর বা মধ্যাহ্নকালীন
নামাযের পর আন্দরকিল্লাই শাহী জামে মসজিদ চট্টগ্রাম প্রাঙ্গনে তাঁর প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ মাগরিব (সন্ধ্যা) চুনতিতে তাঁর দ্বিতীয় নামাযে জানাযা সম্পন্ন শেষে সেখানেই দাফন করা হয়।
Founder Member of BIIT, Moin Uddin Ahamad Khan, The Bengal Mirror

উল্লেখ্য তিনি ১৯৩১ সালের ৩১ জানুয়ারী চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ড. মুঈন উদ্দীন আহমাদ খান একজন চিন্তাবিদ ও বহু গ্রন্থের লেখক। তাঁর লিখিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হল- Muslim Struggle for Freedom in Bengal (1960), Islam in Bangladesh through Ages (1995), Islamic Revivalism (2010), Memories of a Lacerated Heart 1971: A War Memoir (1980), Titumir and His Followers in British Indian Records (1980), History of he Faraidi Movement (1984), Social History of the Muslim of Bangladesh (1992), Origin and Development of Experimental Science (1997/2020), ফরায়েজী আন্দোলন (১৯৮০), ইসলামে দর্শন চিন্তার পটভূমি (১৯৮০)। 

Post a Comment

0 Comments