ডা. কাফিল খান মামলায় যোগী সরকারকে সুপ্রিম ধাক্কা

নিজস্ব প্রতিবেদন, বেঙ্গল মিরর: তিনি সত্যের উপর দাঁড়িয়ে আছেন, ন্যায় বিচার পেলেন। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে উত্তরপ্রদেশ সরকারের পরাজয়ের পর এমনই মন্তব্য করেন ডা. কাফিল খান।

এ দিন গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে অক্সিজেন সংকটে বহু শিশুর প্রাণ রক্ষাকারী চিকিৎসক ডা. কাফিল খানের বিরুদ্ধে মামলায় শীর্ষকোর্টে জোর ধাক্কা খেয়েছে উত্তরপ্রদেশ সরকার। এ দিন এক রায়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সিএএ-এনআরসির বিরুদ্ধে বক্তৃতাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ সরকারের কাফিল খানের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন প্রয়োগের কড়া নিন্দা জানিয়েছে। একইসঙ্গে ডা কাফিল খানের বিরুদ্ধে এনএসএ আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারের আর্জি খারিজ করে দিয়েছে। বলা বাহুল্য, ডা. কাফিল খানকে নিয়ে মামলায় এলাহাবাদ হাইকোর্টের পর শীর্ষকোর্টেও ফের মুখ পুড়ল যোগী সরকারের।


এ দিন সুপ্রিমকোর্ট এলাহাবাদ হাইকোর্টের রায়কে বহাল রেখেছে। প্রধান বিচারপতি এসএ বোবদে উত্তরপ্রদেশ সরকারের উদ্দেশ্য বলেছেন, ফৌজদারি মামলাগুলি তাদের নিজস্ব মেরিটের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনি অন্য মামলায় প্রতিরোধমূলক আটকের আদেশ ব্যবহার করতে পারেন না।
এ প্রসঙ্গে ডা. কাফিল খান বলেন, সুপ্রিমকোর্টের বিচারপতি উত্তরপ্রদেশের সরকারের আর্জি খারিজ করেছে। শীর্ষকোর্টের উপর আস্থা ছিল, ন্যায় বিচার পেয়েছি।

Post a Comment

0 Comments