টাকা দিলেই মিলবে পদ, মালদায় তৃণমূলেই বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন, বেঙ্গল মিরর: ব্লক সভাপতির হাতে মোটা টাকা দিলেই মিলবে পঞ্চায়েত স্তরে দলের সভাপতির পদ। না হলে পাওয়া যাবে না পদ। মালদার মালতিপুরে তৃণমলের বিরুদ্ধে দলেই ক্ষোভ দেখা দিল সম্প্রতি। ব্লক কমিটি গঠনকে ঘিরে চাঁচল-২ ব্লক তথা মালতীপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল এবার চরমে উঠেছে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, চাঁচল-২ ব্লকে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব ততই প্রকট হচ্ছে। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে পড়েছে দলীয় নেতৃত্ব

Photo Credit: USB

সূত্রের খবর, সম্প্রতি চাঁচল-২ ব্লকের মালতীপুরে অঞ্চল কমিটি গঠনের জন্য সভা হয়েছিল। অভিযোগ, ব্লক সভাপতি হবিবুর রহমান মুখিয়া দলের কারও মতামতকে গুরুত্ব না দিয়ে নিজের পছন্দমতো অঞ্চল সভাপতি নির্বাচন করছিলেন। এ নিয়ে প্রতিবাদ করেন সহ-সভাপতি আদিত্য নারায়ণ দাস ও আরও কয়েকজন। অভিযোগ, এ নিয়ে আদিত্যকে প্রকাশ্যে চড় মারার হুমকি দেন ব্লক সভাপতি হবিবুর। এ খবর জেলা ও রাজ্য নেতৃত্বের কাছে লিখিতভাবে নালিশ হিসাবে পৌঁছেছে, এমনটাই শোনা যাচ্ছে। 

অন্যদিকে, হবিবুর রহমান মুখিয়া সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওই মিটিংয়ে কাউকেই চড় মারতে উদ্যত হইনি। ওটা ওঁদের মনগড়া অভিযোগ। আমার ভাবমূর্তিকে হেয় করার জন্য ওঁরা উঠে পড়ে লেগেছেন। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আর অঞ্চল সভাপতি করার জন্যও কারও কাছে টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন।’

Post a Comment

0 Comments