কলকাতায় ফের বাড়ল কনটেনমেন্ট জোন

নিজস্ব প্রতিবেদন, বেঙ্গল মিরর: এক সময় কনটেনমেন্ট জোনের সংখ্যা কমে হয়েছিল এক, এবার ফের বাড়ল।শহর কলকাতায় ফের কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ল। মঙ্গলবার নতুন করে তালিকা প্রকাশ করেছে কলকাতা পুরনিগম। পুরনিগমের ঘোষণানুসারে এই মুহূর্তে কলকাতায় ২০ নম্বর বালিগঞ্জ সার্কুলার রোডের একটি বহুতল, ১০/১, রোল্যান্ড রোডের একটি অংশ, ৩৮বি,এলগিন রোডের একাধিক ফ্ল্যাট, একবালপুর এলাকার ৩৭ নম্বর ডায়মন্ড হারবার রোডের ডায়মন্ড টাওয়ারের একাধিক ফ্ল্যাট ও বালিগঞ্জ ফাঁড়ির কাছে ২৩এ, আশুতোষ চৌধুরি অ্যাভিনিউ-এর কয়েকটি ফ্ল্যাট কনটেনমেন্ট জোন।

Representative Image

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকার মানুষকে অন্যদের থেকে আলাদা করতে এবং সংক্রমণ রুখতে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়। ১৪ দিন ধরে মানতে হবে করোনা-বিধি। 

Post a Comment

0 Comments