গো-শালার জন্য ট্যাক্স নেবে মধ্যপ্রদেশের বিজেপি সরকার, ঘোষণা শিবরাজের

বেঙ্গল মিরর ডেস্ক: বিজেপির গো প্রেম কি নিয়ে প্রশ্ন উঠবে কিনা সময় বলবে। তবে কোনও রাখঢাক রাখছে না মধ্যপ্রদেশ সরকার। গো-শালার জন্য নেওয়া হবে ট্যাক্স। সম্প্রতি এ কথাই জানিয়েছেন মধ্যপ্রদেশ বিজেপি সরকারে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। উল্লেখ্য, গত সপ্তাহে গো-মন্ত্রিসভা গঠন করেছিলেন মধ্যপ্রদেশের শিবরাজ সিং সরকার। এবার গো-কর দেওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। গোপাষ্টমী উপলক্ষে আগর মালোয়ায় ‘কামধেনু গো অভয়ারণ্যে’ বক্তব্য রাখতে গিয়ে এই আর্জি জানিয়েছেন শিবরাজ সিং চৌহান।তিনি বলেছেন, ‘গোমাতাদের দেখভাল ও গো-শালাগুলো পরিচালনার জন্য অর্থ প্রয়োজন। এর জন্য সরকার কর নেবে।’ তিনি আরও বলেন, ভারতে প্রথম একটা রুটি গরুকে এবং একেবারে শেষের আধখানা রুটি কুকুরকে খাওয়ানোর রীতি রয়েছে। কিন্তু ক্রমেই তা অবলুপ্ত। এই রীতি পুনরায় তুলে ধরতেই মধ্যপ্রদেশ সরকারের গোমাতাদের দেখভাল ও গো-কর নেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
ইতিমধ্যেই গরুদের জন্য ২০০০টি আশ্রয় (হোম শেলটার) গঠন করা, একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা সেগুলোকে তার রক্ষণাবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম বৈঠকে মন্ত্রী পরিষদ সমিতি গঠনের কথাও বলেন মুখ্যমন্ত্রী। গো পর্যটনের মাধ্যমে বর্তমান প্রজন্মকে গো-সেবার কাজে লাগানো হবে বলেও তিনি জানান। গো-সংরক্ষণে মধ্যপ্রদেশকে দেশের সামনে মডেল করে তুলে ধরার ইচ্ছার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। গরুর দুধ, মূত্র ও গোবর কীভাবে কাজে লাগানো যায়- পথ দেখাতে প্রস্তুত বিজেপি শাসিত এই রাজ্য।

Post a Comment

0 Comments