সুজাপুর-কাণ্ডঃ আহত মুসা, রেনুকা ও প্রমীলা মণ্ডলের পরিবারকে আর্থিক সাহায্য, পিতৃহারা শিশুদের দায়িত্ব নিল জামাআত

বেঙ্গল মিরর ডেস্কঃ মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে ৬ নিহত শ্রমিক ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করল জামাআতে ইসলামি হিন্দের এক প্রতিনিধিদল। তাঁরা ঘটনাস্থলও পরিদর্শন করেন। মৃত ৬ শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে জামাআতের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়। একইসঙ্গে আহতদের মধ্যে মুসা শেখ, রেনুকা মণ্ডল, প্রমীলা মণ্ডলের পরিবারের হাতেও জামাআতের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এ দিন বিস্ফোরণে মৃত পরিবারগুলির মধ্যে চারজন ইয়াতিম সন্তানের পড়াশোনার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে জামাআত। সেইসঙ্গে একটি পরিবারের ঘর নির্মাণ করে দেওয়ার দায়িত্ব নিয়েছে জামাআতে ইসলামি হিন্দ।


জামাআত বিস্ফোরণে নিহত পরিবারগুলিকে কমপক্ষে পাঁচ লক্ষ ও আহত পরিবারগুলিকে কমপক্ষে দুই লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবি করেছে। বিজেপি-সহ বেশকিছু রাজনৈতিক নেতা নিছক এই দুর্ঘটনাকে কালিমালিপ্ত করে অপপ্রচার করছে বলে দাবি করে তাদের কঠোর সমালোচনা করেছে জামাআতের প্রতিনিধিদরা। ওই দলে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মসিউর রহমান, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান, আব্দুল্লাহিল কাফি, হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রাজ্য কো-অর্ডিনেটর মাসুদ আলম, জেলা জামাআতের সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক। এছাড়াও মাস্টার জার্সিস আলি, ডা. আনিসুর রহমান, ইউসুফ আলী, অধ্যাপক আনওয়ারুল ইসলাম প্রমুখ।

Post a Comment

0 Comments