নিট পরীক্ষায় প্রথম বাংলার ছেলে শোয়েব, নজরকাড়া সাফল্য সংখ্যালঘুদেরও

বেঙ্গল মিরর ডেস্কঃ করোনা পরিস্থিতিতে ডাক্তারির স্নাতক কোর্সে ভর্তির নিট পরীক্ষা হবে কিনা তা নিয়েই অনিশ্চয়তা দেখা দেয়। অবশেষে পরীক্ষাও হয়। আজ শুক্রবার প্রকাশিত হয়েছে সেই পরীক্ষার ফলাফল। সবাইকে পিছনে ফেলে প্রথম হয়েছে বাংলার ছেলে শোয়েব আফতাব। জানা গিয়েছে, তার আসল বাড়ি হাওড়ার ধ‍ুলাগড়ে। বাবার কর্মসূত্রে সে ওড়িশার রাউরকেল্লায় থাকে।

জানা গিয়েছে, শোয়েব নিট পরীক্ষার জন্য রাজস্থানের কোটার অ্যালেন ইনস্টিটিউট থেকে কোচিং নিয়েছে।  ১৮ বছর বয়সী শোয়েব মোট ৭২০ নম্বরের মধ্যে সে পুরো নম্বরই পেয়েছে, যা বিরলতম। তার সাফল্যে তার বাবা-মা খ‍ুব খুশি। সোশ্যাল মিডিয়াতেও প্রশংসিত হচ্ছে বাংলার কৃতী সন্তান।

অন্যদিকে, এ বছর পিছিয়েপড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা ভালো ফল করেছে। 

Post a Comment

0 Comments