ফুটপাথবাসীদের মুখে হাসি ফোটাচ্ছে কলেজ পড়ুয়ারা

নিজস্ব প্রতিবেদন, বেঙ্গল মিররঃ 'মানুষ মানুষের জন্য' এই আপ্তবাক্যকে ভর করেই শহরের ফুটপাথবাসীদের মুখে হাসি ফোটাচ্ছে কলেজ পড়ুয়ারা। আল-আমীন মিশনের প্রাক্তনী ও অন্যান্যদের সম্মিলিত উদ্যোগে উঠেছে "Helping Hands - মানবতার হাত" নামে সংস্থা। মানবতার এই ছোট্ট প্রচেষ্টাতে বিভিন্ন ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা ছুটে যাচ্ছে অসহায় দুঃস্থ মানুষদের কাছে। উল্লেখ্য, আল আমীন মিশনে মূলত পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়েরা পড়াশোনা করে থাকে। সমাজসেবা দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত করতে উদ্বুদ্ধ করেন মিশনের প্রাণপুরুষ এম নুরুল ইসলাম। এই প্রাক্তনীরা অন্যান্য বন্ধুদের সঙ্গে হাত মিলিয়ে গড়েছে এই সংস্থা। সব সম্প্রদায়ের পড়ুয়াদের এই মিলিত প্রয়াস।

নিজস্ব ছবি: গায়ে কম্বল পেয়ে হাসিমুখে প্রণম্য ভঙ্গিতে এক মহিলা
পার্ক সার্কাস ময়দান ও দমদমে ফুটপাথে রাতযাপনকারী মানুষদের কম্বল বিতরণ করা হয়। প্রায় দু'শো মানুষকে শীতের ব্ল্যাঙ্কেট প্রদান করা হয়। তাদের সাথে উষ্ণতা ভাগ করে নেওয়ার চেষ্টা করে। আগামী দিনের পরিকল্পনা নিয়ে জানানো হয়েছে, নারী ও শিশু স্বাস্থ্য সচেতনতা, শিশু শ্রমিকদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে বই প্রদান ও ব্লাড ডোনেশন ক্যাম্প ইত্যাদি করা হবে।
কম্বল বিতরণের কিছু চিত্র 

Post a Comment

0 Comments