ক্যাব: ট্রেন-বাসে আগুন লাগালেই জেল-জরিমানা, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বেঙ্গল মিরর ডেস্ক: আন্দোলনের নামে কোনও অশান্তি বরদাস্ত করবে বা সরকার। শনিবার এমনই কড়া  হুঁশিয়ারি দিল মমতা প্রশাসন। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অযথা ঝামেলা না করে বরং শান্তি বজায় রাখতেই হবে।  মুখ্যমন্ত্রী বলেন, 'গণতান্ত্রিক পথে আন্দোলন করুন। আইন নিজের হাতে তুলে নেবেন না। পথ অবরোধ কিংবা রেল অবরোধ কবরেন না। তাতে সাধারণ মানুষের ভোগান্তি হয়। এটা বরদাস্ত করা হবে না। বরং এসব যারা করছেন তাঁদের কাউকেই ছাড়া হবে না। বাস-ট্রেনে আগুন লাগানো, ভাঙচুর করলে তাঁদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
নিজস্ব চিত্র
উল্লেখ্য, শনিবার সকাল থেকেই বসিরহাট, কোণা এক্সপ্রেসওয়ে, সাঁতরাগাছি-সহ একাধিক জায়গা অশান্ত হয়ে পড়ে। শুরু হয় ঝামেলা, চলে ধুন্ধুমার কাণ্ড। তারপরই পরিস্থিতি বুঝে এই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে, এই বার্তার মধ্যে দিয়েই স্পষ্ট প্রশাসন এইসব ঝামেলা কোনওভাবেই বরদাস্ত করবে না। কড়া হাতেই এই অশান্তি মোকাবিলা করা হবে, সেটা মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট।

Post a Comment

0 Comments