পাস হল নাগরিকত্ব সংশোধনী বিল

নিজস্ব প্রতিবেদন, বেঙ্গল মিরর: ভোটাভোটির পর আজ বুধবার রাজ্যসভায় পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল বা ক্যাব। উল্লেখ্য, বিলের পক্ষে মোট ভোট পড়ল ১১৭টি এবং বিপক্ষে পড়েছে ৯২টি ভোট। সোমবারই বিলটি পাস হয়েছে লোকসভায়। আজ বুধবার বিলটি রাজ্যসভায় পেশ করা হয়, সেখানে সংখ্যাগরিষ্ঠতায় পাস হল। এ দিন বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, দেশের মুসলিমদের ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই, কারণ, “তাঁরা দেশের নাগরিক ছিলেন এবং থাকবেন”। “ভুল তথ্য ছড়ানোর পদক্ষেপ” বলে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এই বিলটি শুধুমাত্র প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের জন্য, ভারতের মুসলিমদের নিয়ে “কোনও পদক্ষেপ নেই”।
ছবি সৌজন্যে রাজ্যসভা টিভি
অন্যদিকে বিলটির বিরোধিতা করে বিরোধী দল ও দক্ষিণপন্থী দলগুলি। তাঁদের অভিযোগ, এই বিল মুসলিমদের প্রতি পক্ষপাতমূলক এবং সংবিধানের ১৪ নম্বর ধারা বিরোধী। সংবিধানে সেখানে সবার সাম্যতার কথা বলা হয়েছে সেখানে এই বিল বৈষম্য করে। বিলটি নিয়ে কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, এটি “ভারতের সংবিধামের আত্মাকে আঘাত করবে”। তাঁর কথায়, “আমার মনে হয়, এই বিলটি ভারতের সংবিধানের ভিত্তিতে আঘাত। এটি ভারতের সংবিধানের আত্মাকে আঘাত করবে। এটি সংবিধানের প্রস্তাবনার বিরুদ্ধে”।

Post a Comment

0 Comments