সভ্যতা ও পরিবেশ নিয়ে দেবমিত্রার কবিতা "পাগলের পৃথিবী"

পাগলের পৃথিবী
-দেবমিত্রা বৈদ্য

বন পুড়ছে, সভ্যতা পুড়ছে, লোভের মেঘ আকাশে,
সাগরগুলো বিষিয়ে গেছে, আকাশখানা ফ্যাকাসে;

বাঁধ ভেঙেছে, পথ ধসেছে, মেরুর বরফ শেষ,
বিপদ সীমা পার করেছে দেশ-মহাদেশ;

বান এসেছে, লোক ডুবেছে, কুমির বাড়ির ছাদে,
সর্বহারা, সব হারিয়ে, পথের ধারে কাঁদে।

পাগল তবু গান ধরেছে, গলির মোড়ে বসে,
একমুঠো মুড়ি পেলেই, খিলখিলিয়ে হাসে;

মরবি যখন, মরার ভয়ে, মরবি কেন বল!
সুস্থ যারা আছিস তারা, পাগল হবি? চল!


Post a Comment

0 Comments