আশীষ সামন্ত, বেঙ্গল মিররঃ একেই বলে ঢিল মেরে পাটকেল খাওয়া। ভারতীয় প্লেয়ারদের হতশ্রী পারফরম্যান্সের দরুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে মুখ থুবড়ে পড়ে ভারতীয় দল। ধোনি, কোহলি হীন ভারতীয় দলের ইনিংস ৯২ রানে শেষ হয়ে যায়। এই নিয়ে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন খোঁচা দিয়ে একটি টুইট করেন।
Credit: Cricket Country |
তিনি লিখলেন "মাত্র ৯২ রানে অল আউট.. বিশ্বাস হচ্ছে না যে এই সময় কোনো দল ১০০ রানের ভেতরে শেষ হয়ে যেতে পারে।" এর পরে ভারতীয় সমর্থরাও পাল্টা জবাব দিতে ছাড়েননি। এক সমর্থক বললেন, "এটাও বিশ্বাস যায় না যে এই সময় দাঁড়িয়ে কোনো দল ৭৭ রানে অল আউট হয়ে যেতে পারে।" কয়েকদিন আগে ইন্ডিজের সাথে টেস্ট ম্যাচে পূর্ন শক্তির ইংল্যান্ড দল ৭৭ রানে অল আউট হয়ে যায়। আরও একজন সমর্থক বললেন "ইংল্যান্ড দল যারা কিনা ক্রিকেট খেলার জনক মাত্র ৭৭ রানে গুটিয়ে গেল... তাও আবার টেস্ট ম্যাচে.. ভাবাই যায় না।"
92 all out India ... Can’t believe any team would get bowled out for under a 100 these days !!!!!!— Michael Vaughan (@MichaelVaughan) January 31, 2019
0 Comments