নাথুলায় আটক তিন হাজার পর্যটক: উদ্ধার করে গ্যাংটকে পৌঁছে দিচ্ছে সেনা

বেঙ্গল মিরর ডেস্ক, ২৯ ডিসেম্বরঃ প্রাকৃতিক বাধা উপেক্ষা করে বিপর্যয় মোকাবিলায় সেনাবাহিনীর তৎপরতা সর্বদা লক্ষ্যনীয়। আবারও তুষারপাতের জেরে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী। প্রসঙ্গত সিকিমের নাথুলা পাসে আটকে পড়ে পর্যটকরা। সেনার তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, নাথুলা পাসের কাছে ৩০০-৪০০ পর্যটক বোঝাই গাড়ি আটকে পড়েছিল। প্রচন্ড তুষারপাত আর দৃশ্যমানতার অভাব ভ্রমণপিপাসুদের মনে ভীতির সঞ্চার করে। তখনই খবর পেয়ে পৌঁছায় সেনাবাহিনী। আটকে পড়া পর্যটকদের মধ্যে ১৫০০ জনকে আপাতত ১৭ মাইলে অবস্থিত সেনা ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছে। বাকি পর্যটকদের ১৩ মাইলে সেনা ক্যাম্পে জায়গা দেওয়া হয়েছে বলে খবর । শুধু তাই নয় আশ্রিত পর্যটকদের জন্য খাবার, ওষুধ, কম্বলের ব্যবস্থা করেছেন জওয়ানরা। আটকে থাকা পর্যটকদের গ্যাংটক পর্যন্ত পৌঁছে দেওয়া হবে বলেও সেনা সূত্রে খবর।
Photo credit: News today

Post a Comment

0 Comments