প্রেমিকার জন্য জেল খেটে ৬ বছর পর পাকিস্তান থেকে দেশে ফিরছে হামিদ

বেঙ্গল মিরর ডেস্ক, ১৮ ডিসেম্বরঃ অনলাইনে আলাপ। আসতে আসতে জমে উঠেছে প্রেম! তারপর দেখা করতে পাকিস্তানে প্রবেশ। সব ঠিকঠাক থাকলেও কাল হল বৈধ পরিচয়পত্র না থাকা। হ্যাঁ জাল পরিচয়পত্র রাখার অভিযোগে হামিদ নিহাল আনসারি নামে এক ব্যক্তিকে বন্দি করে রেখেছিল পাকিস্তান।
     মুম্বইয়ের বাসিন্দা হামিদ (৩২) ২০১২ সাল থেকে নিখোঁজ ছিলেন। হাই কোর্টের একটি পিটিশন মারফত পরিবার জানতে পারেন যে, হামিদ পাকিস্তানের জেলে বন্দি। এমনকী পাকিস্তানের মিলিটারি কোর্ট ২০১৫ সালের ১৫ ডিসেম্বর তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন।
     জানা গিয়েছে, ২০১২ সালে আফগানিস্তানের জালালাবাদ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের পেশোয়ারে প্রবেশ করেছিলেন তিনি। সেখানে তাঁকে গ্রেফতার করেন পাক গোয়েন্দারা। ২০১৫ সালে তাঁকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। গত ১৫ ডিসেম্বর সেই মেয়াদ শেষ হলেও দেশে ফিরতে ফিরতে পারছিলেন না হামিদ। কেননা তার কাছে নেই কোন বৈধ কাগজপত্র। অবশেষে সরকারি সাহায্য দেশে ফিরেছেন তিনি।
Image Credit : PTI

Post a Comment

0 Comments