৩৭ বছর পর মেলবোর্নে টেস্ট জিতল ভারত

বেঙ্গল মিরর ডেস্ক, ৩০ ডিসেম্বরঃ জয়ের পথ আগেই সুগম হয়েছিল। প্রয়োজন ছিল মাত্র দুই উইকেটের। কিন্তু কিছুতেই আসছিল না জয়ের মুহূর্ত। মাটি কামড়ে পড়েছিল অস্ট্রেলিয়া। পরপর কাঁটা। পঞ্চম দিনে বৃষ্টি। চিন্তা বাড়ছিল ভারতীয় সমর্থকদের। না আর অপেক্ষা নয়। মধ্যাহ্ন বিরতির পর অবশেষে অপেক্ষার অবসান। মাত্র ২৭ বলের ব্যবধানে দুই উইকেট তুলে নিলেন ভারতীয় পেসাররা। সাথে সাথে মেলবোর্নের বক্সিং ডে টেস্টে ঐতিহাসিক জয় পেল ভারত। শুধু তাই নয় সিরিজেও ২-১ ব্যবধানে এগিয়ে গেল কোহলিরা। বর্ডার-গাভাসকার ট্রফি এদেশেই থাকছে তা নিশ্চিত করল। ৯ উইকেট দখল করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জশপ্রীত বুমরাহ। ২৬১ রানে অল আউট অস্ট্রেলিয়া। ১৩৭ রানের বিশাল ব্যবধানে জয় ভারতের। ৩৭ বছর পর মেলবোর্নে টেস্ট জিতল ভারত। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে একই সিরিজে দুটি টেস্টে জয় পেল ভারত। পরের টেস্ট সিডনিতে।
Photo credit: hindustanTimes

Post a Comment

0 Comments