নবান্নে হঠাৎই গুলি! অন্তর্ঘাত নয় তো? চাঞ্চল্য

বেঙ্গল মিরর ডেস্কঃ রাজ্য সরকারের সেক্রেটারিয়েট অফিস নবান্নে আজ হঠাৎই গুলির শব্দ। মূহুর্তে যেন হইচই হুলুস্থুল! এই গুলি চালনা নিয়ে চাঞ্চল্য ছড়ায় নবান্ন চত্বরে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ডিউটি বদলের সময় নবান্নের নর্থ গেটে  এক সশস্ত্র পুলিশ কর্মীর সার্ভিস রাইফেল থেকে আচমকা গুলি চলে। সূত্রের খবর, সশস্ত্র বাহিনীর তৃতীয় ব্যাটেলিয়নের কর্মী শশাঙ্ক ভূষণ গতকাল রাতের ডিউটি করছিলেন। আজ শনিবার তাঁর ডিউটি বদলের সময় অসাবধানতাবশত এই ঘটনা ঘটে বলে দাবি। 

ছবি  সৌজন্যে : উত্তর বঙ্গ সংবাদ 
     

আজকের এই গুলি চালনা নিয়ে যথেষ্ট শোরগোল নবান্ন জুড়ে। নিছক অসাবধানতা না এর পেছনে কোন অন্তর্ঘাত আছে তা অবশ্য খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত ওই কর্মীর বিরুদ্ধে স্বত:প্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।

Post a Comment

0 Comments